সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়সল গ্রেফতার
নবীগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়সল গ্রেফতার
বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফয়সল আহমেদ ছিদ্দেকীকে গ্রেফতার করা হয়।
জানাযায়, সোমবার (৫ ফেব্রুয়ারী) ভোর রাতে রাসুলগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত না: শি:-৪৪/১৯, ধারা-না: শি: নি: দমন আইন ২০০০ (সং/২০০৩) ১১(গ) এর ৪ বছরের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী রাসুলগঞ্জ বাজারের মো: তাজুল ইসলাম ছিদ্দেকীর পুত্র মোঃ ফয়সল ইসলাম ছিদ্দেকী (৩০)।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় সাব- ইন্সপেক্টর রাজিব রহমান নেতৃত্বে ও সহকারী সাব- ইন্সপেক্টর বদরুল হাসানসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়সল ইসলাম ছিদ্দেকীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 