রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুরমা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃ ত্যু
সুরমা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃ ত্যু
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরে সুরমা নদীতে ডুবে ওবায়দুল হক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নবীননগর এলাকার ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় ফুটবল খেলছিল ওবায়দুল হকসহ এলাকার কিছু কিশোর ও তরুণ। এক পর্যায়ে সুরমা নদীতে ফুটবল পড়ে গেলে ফুটবল খোঁজে আনতে গিয়ে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হয় ওবায়দুল। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় ওবায়দুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন জানান, ছেলেটি আমার প্রতিবেশী। সে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে সাঁতার জানতো না। সকালে ঘটনাস্থলের পাশেই ফুটবল খেলছিল। একসময় নদীতে ফুটবলে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী ।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 