শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কিনব্রিজের নিচে সাইনবোর্ডে ঝুলছিলো যুবকের লা শ
কিনব্রিজের নিচে সাইনবোর্ডে ঝুলছিলো যুবকের লা শ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমায় কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনি সাইনবোর্ড থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শনিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সোহেল মিয়া (৩৮) নামের স্থানীয় এক সবজি ব্যবসায়ীর বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
সোহেল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় থাকতেন এবং মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
দক্ষিণ সুরমাথানাপুলিশ সাংবাদিকদের জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যার ঘটনা। ভোরে পথচারীরা লাশটি কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনি সাইনবোর্ডে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ক্র্যান দিয়ে লাশ নিচে নামান।
সোহেল তাঁর পরণের শার্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। পুলিশ খতিয়ে দেখছে।
লাশ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়ারদৌস হাসান।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 