শুক্রবার ● ১৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মান্না মৌলভীবাজার থেকে গ্রেফতার
নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মান্না মৌলভীবাজার থেকে গ্রেফতার
নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ- নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মাহফুজুর রহমান মান্নাকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করেন। মাহফুজুর রহমান মুন্না রাইয়াপুর গ্রামের হিফজুর রহমান হেবলুর পুত্র।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না’কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে নিহতের মা মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ থাকে গ্রেফতার করে।
বিষয়: #আসামী #কলেজ #গ্রেফতার #তাহসিন #নবীগঞ্জ #প্রধান #মান্না #মামলা #মৌলভীবাজা #শিক্ষার্থী #হত্যা






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 