শুক্রবার ● ৩ মে ২০২৪
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » গল্প #সম্পর্ক
গল্প #সম্পর্ক
বিয়ের ১২ বছর পর স্টোক করে স্বামীর মৃ”ত্যু।সন্তানের বয়স তখন ৮।চরম বিপাকে পড়ে গেলাম।এই ছোট বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে?
একান্নবর্তী পরিবারে বিয়ে হয়েছিল।ছোট দুই দেবরকে নিজের ছেলের মতো যত্ন করে বড় করেছি।
বুঝতে বাকি রইলো না আমার জীবনের কালো অধ্যায় খুলে গেছে।সংসারে থাকতে দিবে এমন আশা কখনোই মনে ছিলো না।ভেবেছিলাম সংসারেও আমার আর ঠাঁই হবে না।
স্বামী মা”রা যাওয়ার পর দেবররা সবাই বাবার জমিজমা ভাগ করে নিলো।আমায় আশ্চর্য্য করে দিয়ে দেবররা বললো
” বউদি,তুমি আমাদের কাছে মায়ের মতো।ছোট থেকে আদর,যত্ন করে বড় করেছো।আমাদের প্রত্যেকের জমির থেকে দু-শতাংশ করে জমি তোমায় দিতে চাই।এটা ঋণ পরিশোধ নয়,তোমার প্রতি আমাদের সম্মানবোধ থেকেই দিবো।আর খোকার পড়ালেখার খরচ যতটা সম্ভব আমরা ভাইরা মিলে সামাল দিবো ”
এতটুকুই বা ক’জন করে?গর্বে,ভালোবাসায় এবং শ্রদ্ধায় আমার চোখ ভিজে উঠলো।ভালোবেসে পরম যত্নে যাদের বড় করেছি তারা বেইমানি করেনি।
লেখক #জয়ন্ত_কুমার_জয়
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত






ভিতর_বাহির
গল্প: প্রত্যাবর্তন
নীল_বেনারশী_
” ব্লা’উজের হুকটা লাগান “
গল্পঃ বিয়ে
” আশ্চর্য “
রহস্যময়ী নারী
বাস্তাবিক গল্প - “সুন্দরী মেয়ে”
“আমাদের জীবনগাড়ি” 