

বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বিনোদন » ভিন্নরুপে আসছেন বাঁধন
ভিন্নরুপে আসছেন বাঁধন
“বাঁধন বলেন, ‘এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে”
ক্রমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। একসময় টেলিভিশন নাটকে নিয়মিত থাকলেও “রেহানা মরিয়ম নূর” সিনেমা দিয়ে নিজেকে পুরো বদলে ফেলেছেন। সম্প্রতি বলিউডের ওয়েবফিল্মে “খুফিয়া”তে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন।
এবার ফের যুক্ত হচ্ছেন দেশের আরেক সিনেমায়। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্যের গল্পে তৈরি হবে “এশা মার্ডার: কর্মফল”। সিনেমাটির পরিচালক সানি সানোয়ার।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে ছবিটির নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়।
এ সময় সিনেমাটির প্রসঙ্গে বাঁধন বলেন, “সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে যে এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি, যাতে নিজের সেরাটা দিতে পারি। শুটিং শেষ করে, মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব।”
দিনি আরও বলেন, “এর আগে আমি পুলিশের চরিত্রে কাজ করিনি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে। তাই কাজ করার আগে মন্তব্য করতে চাই না।”
সিনেমার গল্পকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, “অ্যাকশন থেকে বের হয়ে এবার খুনের রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরপরই।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বরে “এশা মার্ডার: কর্মফল” ছবির শুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে বাঁধনের সঙ্গে আরও অভিনয় করবেন মিশা শওদাগর, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ শরীফ সিরাজ প্রমুখ।
বিষয়: # #বাঁধন