মঙ্গলবার ● ২১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামীকাল যে-সব জায়গায় বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
আগামীকাল যে-সব জায়গায় বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
আগামীকাল মঙ্গলবার (২১ মে) দেশের ১৫৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কাল ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষ্যে সরকার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, যে-সব উপজেলায় ভোট গ্রহণ করা হবে সেসব স্থানে অবস্থিত সব তফশিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামীকাল বন্ধ থাকবে।
এ ছাড়া সব ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও বন্ধ থাকবে।
পৃথক একটি প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, যে-সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেসব উপজেলায় অবস্থিত ফাইন্যান্স কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে।
বিষয়: #আর্থিক #প্রতিষ্ঠান






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 