শুক্রবার ● ২৪ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাতিরঝিল থেকে অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার
হাতিরঝিল থেকে অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলের বেলিরোড প্রিয়াঙ্কা শুটিং স্পট থেকে ২৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪ মে, শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে ওই যুবককে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই মো. আল আমিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল হাতিরঝিলের বেলি রোডের প্রিয়াঙ্কা শুটিং স্পট থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। তার নাম পরিচয় সনাক্তের জন্য ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়ছে।
বিষয়: #হাতিরঝিল






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 