

মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » জয়পুরহাটে এস আর এইচ আর ইস্যুতে প্রবন্ধ ও স্বচিত্র প্রতিবেদন তৈরি দতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
জয়পুরহাটে এস আর এইচ আর ইস্যুতে প্রবন্ধ ও স্বচিত্র প্রতিবেদন তৈরি দতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্প এর আয়োজনে এস আর এইচ আর ইস্যুতে স্থানীয় কমিউনিটি সেন্টারে প্রবন্ধ ও স্বচিত্র প্রতিবেদন তৈরির দতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইয়্যুথ সদস্য মো: মারুফ হোসেন সভাপতিত্বে কর্মশালয় অতিথি ছিলেন জেলার যুব সাংবাদিকগণ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন অধিকার এখানে এখনই প্রকল্প এর এরিয়া কো-অডিনেটর মাধুরী সুত্রধর এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব সংগঠক মোসা: মুর্শিদা খাতুন।
ইয়্যুথ মো: সুরুজ মিয়ার সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ টু ডে পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাশরেকুল আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, মাই টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজ, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি আল মামুন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আশয়া সিদ্দিকা আশা, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমান, সাংবাদিক মিনহাজুর রহমান ছোটন প্রমুখ।
বক্তারা বলেন ব্র্যাক যে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করছে এটা সময়োপযোগী উদ্যোগ এ জন্য ব্র্যাককে ধন্যবাদ জানাই। বয়:সন্ধিকালে শারিরীক ও মানসিক পরিবর্তনের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। স্কুল ভিজিট এবং অভিভাবক সমাবেশে অংশগ্রহন করে এসব বিষয়ে আলোচনা করা। স্কুলের আবাসিকে এবং শ্রেণীকে আলোচনা করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা। বাল্য বিয়ে প্রজনন অঙ্গকে ক্ষতিগ্রস্থ করে এ জন্য সকলকে বাল্য বিয়েকে না বলতে হবে। এই ইস্যুটিকে সামাজিক আন্দোলনে রুপ দিতে হবে। আমরা আমাদের অবস্থান থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত সচেতনতা সৃষ্টির জন্য প্রবন্ধ ও প্রতিবেদন তৈরি এবং স্ব স্ব মিডিয়াতে প্রেরনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিষয়: #জয়পুরহাট #প্রবন্ধ #প্রশিক্ষণ