শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জের আউশকান্দি থেকে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কৌছর গ্রেফতার
নবীগঞ্জের আউশকান্দি থেকে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কৌছর গ্রেফতার
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ কৌছর নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কৌছর বখতকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত মোঃ তোয়াব বখত এর পুত্র কৌছর বখত (৫২)। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে কৌছর বখত দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে গাঁজা এর ব্যবসা করে আসছে। এমন সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক ফনী ভূষন রায় এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোঃ সায়েম মিয়া, হিরন্ময় শর্মা, সিপাই সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র বৈষ্ণব এর সমন্বয়ে রেইডিং টিম গঠন করে অভিযান চালিয়ে কৌছর বখত কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘর তল্লাশী করে ১ কেজি পরিমানের গাজাঁ উদ্ধার করে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা বাদী হয়ে একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিষয়: #নবীগঞ্জ






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 