শুক্রবার ● ১০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে নদীর পানিতে ডুবে জেলের মৃত্যু
রাণীনগরে নদীর পানিতে ডুবে জেলের মৃত্যু
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে মাছ ধরার সময় নদীর পানিতে ডুবে আনছার আলী (৬৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ছোট যমুনা নদীর তারাপালের দহ নামকস্থানে এঘটনা ঘটে। জেলে আনছার আলী রাণীনগর উপজেলার পার্শ্ববতি নওগাঁ সদর উপজেলার দড়িয়াপুর মৎস্যজীবি পাড়া গ্রামের মৃত-মোহর আলী প্রামানিকের ছেলে।
পরিবারের বরাদ দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,এদিন সকালে আনছার ও তার ছেলে জাল দিয়ে ছোট যমুনা নদীর আতাইকুলা তারাপালের দহ নামকস্থানে জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে আরো লোকজন মিলে খোঁজা খুজি করে আনছারের মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। তিনি আরো জানান,আনছার মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সে কারনেই মারা মারা যেতে পারে বলে ধারনা করছেন তিনি। তবে এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #রাণীনগরে নদীর পানিতে ডুবে জেলের মৃত্যু






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 