

সোমবার ● ২০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যাদুকাটা নদীতে ড্রেজার,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে মোটরসাইকেল ভোট দিন
যাদুকাটা নদীতে ড্রেজার,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে মোটরসাইকেল ভোট দিন
সুনামগঞ্জ প্রতিনিধি
এই উপজেলায় যাদুকাটা নদীতে ড্রেজার মাদক, সন্ত্রাস,ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে আগামী ২১ মে মঙ্গলবার মোটরসাইকেল প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম।
তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক।
তিনি রবিবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের মেইন রোডে বিশাল জনসভায় তিনি আরও বলেন,আজকের এই সমাবেশে আমি কোনো ভাড়াটিয়া লোক নেই। সবাই নিজ নিজ অবস্থান থেকে এসেছে আমাকে ভালবেসে। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ আমার পরিবার সারা জীবন তা মনে রাখবে। আমি জনতার সেবক হতে চাই। জনগনের স্বার্থে উপজেলার সাথে সড়ক পথে বেহাল অবস্থার পরিবর্তন করতে চাই। মাদক,যাদুকাটা নদীতে ড্রেজার,সন্ত্রাস,চাঁদাবাজি বেড়েগেছে। এর মুলে যে বা যারা আছে তারা কে আপনারা জানেন। তাই অন্যায় অনিময়ের প্রতিবাদ আমি আগেও করেছি এর জন্য আমার উপর হামলা চালিয়েছিল। আপনরা আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনার হয়ে এলাকার স্বার্থে কথা বলব আপনাদের কে সাথে নিয়ে।
আপনারা আমাকে নির্বাচিত করুন গরীব দুঃস্থদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত একটি আধুনিক স্মার্ট উপজেলা রুপান্তরিত করব। সর্বস্তরের জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সেই ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের অংশ গ্রহণে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে জনসমাবেশ স্থল।
জাহাঙ্গীর আলম ভূঁইয়া
বিষয়: #যাদুকাটা