শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Somoy Channel
রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুরে বাসে আগুন
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুরে বাসে আগুন
১০৮ বার পঠিত
রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বাসে আগুন

গাজীপুরে বাসে আগুনগাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যাত্রী বেশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

৩ ডিসেম্বর, রবিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলগামী লেনে এ আগুনের ঘটনা ঘটে।

চালকের বরাত দিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ঢাকা থেকে ইউসুফ পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। বাসটি চন্দ্রা এলাকায় পৌঁছলে এক নারীসহ ১০-১২ জন অল্প বয়সের যাত্রী বাসে উঠে। চন্দ্রা থেকে যাত্রী নিয়ে বাসটি চন্দ্রা ফ্লাইওভার এলাকা পার হওয়ার আগেই বাসে থাকা নারী আগুন আগুন বলে চিৎকার দিয়ে উঠে।

পরে বাসে আগুন দেখে তাৎক্ষণিকভাবে বাসে থাকা সব যাত্রী চালক নেমে যায় এবং আগুনে সম্পূর্ণ বাস পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



বিষয়: #  #  #


আর্কাইভ