শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

Somoy Channel
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » কবিতা » হিংসুটে মেয়ে
প্রথম পাতা » কবিতা » হিংসুটে মেয়ে
১৭৩ বার পঠিত
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিংসুটে মেয়ে

শিরোনাম - হিংসুটে মেয়েকলমে - সৈয়দ মোহাম্মদ ইসমাঈল

যদি কেউ হিংসুটে মেয়ে আনবে ঘরে,
পরিবারে অশান্তি করবে রাজ।
কারণ ভালো বা মন্দ সবই কাজেতে,
তাদের যে হিংসা করাটা কাজ।
পৃথিবীতে হিংসুটে মেয়ে মা হতে পারে,
হতে পারে মাসি পিসি কিম্বা বউ।
নিজ জন্ম দেওয়া মেয়ে হিংসুটে হলে,
একদিন হতে হবে নিজেকেই হেও।
সমাজে হিংসুটে মেয়েরা ঝগড়াটে হয়,
কভু চায়না দেখতে কারোর ভালো।
তাদের হিংসার কারণে শান্তির পরিবারে,
নিভে যায় সকলই শান্তির আলো।
সমাজে মেয়েদের হিংসা মেয়েরাই করে,
উদাহরণ স্বরূপ যথেষ্ট শ্বাশুড়ি বউ।
এদের হিংসার কারণে অশান্ত হয়ে উঠে,
শেষে গোটা পরিবার হয়ে যায় হেও।
পরিবারে হিংসাতে কখনো আসে না শান্তি,
গড়ে উঠে না সন্তান সন্ততির ভালো মন।
আসলেই হিংসা বিদ্বেষ এক এমন জিনিস,
যেটার দ্বারা গড়ে উঠে শয়তানি জীবন।



বিষয়: #  #  #


আর্কাইভ