

বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাগল হাসান ভাইয়ের দুই রত্ন নয়নের মনি - #জিনান ও #জিহান
পাগল হাসান ভাইয়ের দুই রত্ন নয়নের মনি - #জিনান ও #জিহান
বাবাকে নিয়ে তাদের গর্বের শেষ নাই।
তারা দুজনই বলেছে-তাদের বাবা পৃথিবীর সেরা বাবা।তাদের সুপারহিরো বাবা পাগল হাসান।
তাদের মাটিরঘর নিয়ে কোনো আফসোস নেই।বাবা চাইলে অনেক কিছু করতে পারতেন।কারন পাগল হাসান অসাধারণ ব্যক্তিত্ব ও আত্নসম্মান নিয়ে এই জায়গাতে এসেছেন।
জিনান ও জিহান আরো বললো- সিলেটে বাইশের বন্যায় তাদের বাবা অনেক অসহায় পরিবারকে সাহায্য করেছেন। এবং ১মাস আগে শিলাবৃষ্টিতে টিন নষ্ট হওয়াতে অনেক পরিবারকে টিন দিয়ে সাহায্য করেছেন এবং এই দান তিনি কাউকে দেখান না। তাদের বাবা-আর্জেন্টিনার ভক্ত ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেটের খেলা খুব পছন্দ করতেন, অনেক শো তিনি বাদ দিয়েছেন Mashrafe Bin Mortaza ভাই ও Tamim Iqbal ভাইয়ের খেলা দেখার জন্য।
তাই, আমি বলতে চাই পাগল হাসান শুধু ছাতক না, সিলেটের গর্ব,বাংলাদেশের জাতীয় সম্পদ।কারণ বাউল আব্দুল করিম সাহেব পরে উনার মাধ্যমে বাউল গানকে একটি ভালো জায়গা নিয়ে গিয়েছিলেন।
সুতরাং তাঁর গান নিয়ে ব্যবসা করা বন্ধ করুন।
হাসান ভাইয়ের পরিবারকে মিথ্যা সহানুভূতি দেখিয়ে অনুদান দিয়ে ভাইরাল হওয়ার ধান্দা করবেন না কেউ।উনার পরিবারের পাশে দাড়ান তবে আত্নসম্মান নষ্ট করে নয়।
অনেক ইউটিউব চ্যানেল ও কোম্পানিতে উনার গান জমা আছে সেইগুলোর প্রাপ্ত পারিশ্রমিক অর্থাৎ উনার গানের রিয়েলিটি পরিবারকে বুঝিয়ে দিবেন।পাগল হাসান বেঁচে থাকবেন যুগ যুগে।
পরিশেষে বলতে চাই,অবুঝ দুটি বাচ্চার উছিলায় মহান রাব্বুল আলামিন যেন উনাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
কপি পোষ্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত
বিষয়: #জিনান #জিহান #দুই #নয়নের #পাগল #ভাই #মনি #রত্ন #হাসান